জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে এই আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে সংযোগ ঘটানোর আহ্বান জানানো হয়।
১ জুলাই রাতের প্রথম প্রহরে শুরু হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন শহীদ মিনার চত্বরে তৈরি করে আবেগঘন পরিবেশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার ও পতাকা হাতে অংশ নেন কর্মসূচিতে। মোমবাতির আলোয় মুখরিত হয় শহীদ মিনার এলাকা।
ছাত্রদল জানায়, এটি শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং ইতিহাসচেতনা, গণতন্ত্র এবং ছাত্র অধিকার রক্ষার বার্তা বহন করছে। কর্মসূচির অংশ হিসেবে জুলাইজুড়ে অনুষ্ঠিত হবে:
কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে সভাপতি রাকিবুল বলেন, “এই গণঅভ্যুত্থান আমাদের আন্দোলনের অনুপ্রেরণা। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীর পথ খুঁজে নিতে চাই।”
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, “গণতন্ত্র ও বাকস্বাধীনতা আজও হুমকির মুখে। তাই নতুন প্রজন্মকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।”
বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ শুধু অতীত স্মরণ নয়—বরং রাজনৈতিকভাবে সচেতন, দায়িত্বশীল প্রজন্ম গঠনের পথও খুলে দিতে পারে।